অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন মধ্যনগরের বিধান রঞ্জন রায়

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০৪:৩৬ পিএম

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের কৃতিসন্তান অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের তালিকায় স্থান পেয়েছেন।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার সময় অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দেশের বাহিরে থাকায় শপথে অংশ নিতে পারেননি তিনি। তবে খুব শিগগিরই শপথ গ্রহণ করবেন তিনি।

ডা. বিধান রঞ্জন রায় মধ্যনগর উপজেলার গরিবের এমবিবিএস চিকিৎসক বলে খ্যাত প্রয়াত ডা. গোপীরঞ্জন রায় পোদ্দারের পুত্র।

১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন তিনি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস সম্পন্ন করেন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সবশেষে ২০২৩ সালের ৬ জুলাই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক পদ থেকে অবসরে যান অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বাংলাদেশ অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সেই সাথে ১৬ জনের উপদেষ্টামণ্ডলীর মধ্যে হাওরের রাজধানী মধ্যনগর উপজেলার কৃতিসন্তান অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার তিনিও একজন।

ইএইচ