মধুপুরে যানজট নিরসনে ট্রাফিকের কাজে নিয়োজিত শিক্ষার্থীরা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০৫:৩৩ পিএম

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে ট্রাফিকের  কাজ করে যাচ্ছেন মধুপুরের সাধারণ শিক্ষার্থীরা।

রাষ্ট্র ও দেশ সংস্কারে এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।

সকাল থেকে বিকাল পর্যন্ত মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে নিরলসভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন স্কুলকলেজের রোভার, স্কাউটসহ আনসার সদস্যদের।

দেশজুড়ে চলমান সংকটময় মুহূর্তে বাংলাদেশ পুলিশ সদস্যরা যখন কর্মবিরতিতে আছেন ঠিক সেই মুহূর্তে শিক্ষার্থীদের এই ভূমিকা পালন করতে দেখে খুশি পথচারী ও সাধারণ মানুষ।

সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি ধ্বংসস্তূপ পরিষ্কার করা এবং রাত জেগে গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারার এমন কাজে মুগ্ধ সর্বসাধারণ। নতুন প্রজন্মের হাতেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন প্রত্যাশা তাদের।

ইএইচ