ডামুড্যায় বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৫:৩১ পিএম

শরীয়তপুরের ডামুড্যায় শিক্ষার্থীরা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত বাজারে দ্রব্যমূল্যের দাম পর্যবেক্ষণ ও খাদ্যের মান নিশ্চিত করতে বাজার মনিটরিং করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত বাজারের দ্রব্যমূল্যের দাম পর্যবেক্ষণ করেন।

এ সময় তারা তরকারি বাজারসহ এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন। একই সময় তারা বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গিয়ে খাদ্যের মান দেখেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- আমিনুল ইসলাম রাজ তুহিন, সিয়াম, আমান, সারজিল, তানজিম প্রমুখ।

এছাড়াও বাজারে অটোরিকশা উপদ্রব, বাজারে ব্যবসায়ীরা অবৈধভাবে রাস্তায় মালামাল সংরক্ষণ, মোটরসাইকেল যেখানে সেখানে না রাখা সহ ব্যবসায়ীদের সিন্ডিকেট থেকে মুক্তি পাবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসার আগ পর্যন্ত এমন কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।

ইএইচ