পোরশায় শহীদ ছাত্রদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

পোরশা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০৭:০৬ পিএম

পোরশা উপজেলা বিএনপি কোটা সংস্কার ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে।

রোববার বেলা ১১টায় উপজেলার সোমনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।

হাফেজ মাওলানা আব্দুল হক শাহের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব শফিউদ্দিন মন্ডল।

ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সোনার দেশের সোনার ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন করেন। আন্দোলনকে প্রতিহত করেন পুলিশ বাহিনী। এ বাহিনী নির্বিচারে ছাত্রদের বুকে গুলি করেন এতে মারা যান প্রায় ৩০০ এর বেশি ছাত্র-ছাত্রী। খালি করেন মায়ের কোল রাজপথ তাদের রক্তে রঞ্জিত করেন। এ ফ্যাসিবাদ সরকারের হাত থেকে রক্ষা করেন। এ যেন দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করল বাংলাদেশ।

এনামুল হক শাহ্র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পোরশা উপজেলা বিএনপি যুবদল সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম।

দেশ স্বাধীন হয়েছে দেশকে পুনর্গঠনে সবাই আমরা উজ্জীবিত সতর্ক অবস্থান করব যে কোন বাধা-বিপত্তিতে আমরা বুক পেতে দিব বলে জানান উপস্থিত বক্তারা।

বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় শেষ করে কাঙালি ভোজের আয়োজন করেন। আলোচনা শেষে তাদের মাগফেরাত করে আল্লাহর কাছে প্রার্থনা করেন তারা।

ইএইচ