সৈয়দপুরে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে জামায়াতের মতবিনিময়

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ১২:০৮ পিএম

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে সৃষ্ট আশঙ্কা নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সনাতনধর্মের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করা হয়েছে।

‘নতুন বাংলাদেশ গড়ব’ শিরোনামে নীলফামারীর সৈয়দপুর শহরের খোরাক হোটেলে রোববার রাতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নেতৃত্বে অংশগ্রহণ করেন- শহর আমির শরফুদ্দীন খান, মিডিয়া বিভাগের নীলফামারী জেলা সহ-সভাপতি শাহজাহান আলী মনন, সদস্য জাকির হোসেন, সাহাবাজ উদ্দীন সবুজ, পেশাজীবী পরিষদের সভাপতি ফারহান আলম, সাহিদ শামীম, সামাদ বিন আসলাম, আসিফ আহমেদ শুভ।

অপরদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা সভাপতি অ্যাডভোকেট তুষার কান্তি রায়, পৌর সভাপতি সাংবাদিক গোপাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক টিকেন্দ চন্দ্র রায়, পূজা উদযাপন কমিটির নিজু কুমার আগারওয়ালা, অমিত কুমার আগারওয়ালা, হিন্দু কল্যাণ সমিতির সদস্য কার্তিক কর্মকার, রতন কুমার আগারওয়ালা, নিহাররঞ্জন দাস, মনোজ গোস্বামী প্রমুখ।

ইএইচ