নীলফামারীতে হিমাগারের মালিকানা নিয়ে সংবাদ সম্মেলন

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৫:৪৩ পিএম

নীলফামারীর উত্তরা বীজ হিমাগারের মালিকানার বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উত্তরা বীজ হিমাগারের অফিস রুমে সংবাদ সম্মেলন করেন নিজেকে হিমাগারের চেয়ারম্যান দাবি করা আবদুল্লাহ্ আল মামুন (মিলন) নামে এক ব্যক্তি।

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ্ আল মামুন (মিলন) বলেন, আমি আর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদসহ যৌথভাবে উত্তরা বীজ হিমাগারের কার্যক্রম শুরু করি। পরবর্তীতে শাহিদ মাহমুদ যুবলীগের দলীয় প্রভাব খাটিয়ে আমাকে হিমাগার থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরে আমি আইনের আশ্রয় নিতে গেলে তাদের দলীয় ক্ষমতার মুখে টিকতে পারিনি। আমি আর শাহিদ মাহমুদ রুপালি ব্যাংক থেকে ঋণ নিয়ে হিমাগারটি তৈরি করি। যে ঋণের বোঝা আমার মাথায়ও রয়েছে।

মিলন আরও বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জনতার মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটে। পতনের পরই শাহিদ মাহমুদ রাজনৈতিক অপকর্মের জন্য হিমাগারের নিরাপত্তা নিশ্চিত না করেই পালিয়ে বেড়াচ্ছে। তার রাজনৈতিক অপকর্মের কারণে হিমাগারটির ক্ষতিগ্রস্ত হলে আমি পথে নেমে যাবো। ব্যাংকের ঋণ পরিশোধ করতে হবে। তাই যেন কেউ হিমাগারটির ক্ষতি করতে না পারে সেজন্য পুনরায় আমি হিমাগরটির দায়িত্বভার গ্রহণ করে পরিচালনা করছি।

ইএইচ