অভয়নগরে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

অভয়নগর (যশোর) প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪, ০৫:২৪ পিএম

যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নওয়াপাড়া বাজারের ভৈরব নদীর পাড়ে ওয়াকওয়ে সড়কের দুপাশের ময়লা আবর্জনা পরিচ্ছন্ন করা হয়। অভয়নগর ছাত্র সমাজের উদ্যোগে দুই কিলোমিটার ওয়াকওয়ে সড়ক পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেতে সকল প্রকার ময়লা আবর্জনা পরিষ্কার করে পৌরসভার ভ্যানগাড়ি ও ডাস্টবিনে ফেলা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন বলেন, এমন উদ্যোগ সত্যিই আমাদেরকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। সমাজে শিক্ষার্থীরা হলো আয়নার মতো, পরিবেশ দূষণ রক্ষার্থে তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। এমন কাজে সকলে এগিয়ে আসবে এমনটাই আমি মনে করি।

এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন হৃদয়, শিক্ষার্থীদের টিম লিডার জিলানী হোসেন, ইমাম হোসেন, আফিয়া অর্পা, আবির হোসেন সহ আরো শতাধিক শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ভালো কাজে আমরা ঝাপিয়ে পড়বো এটাই স্বাভাবিক। তবে সকলে মিলে কাজগুলো করতে পারলে সব কাজই সহজ হবে বলে আমরা মনে করি।

বিআরইউ