১৫ আগস্ট শোক দিবসের নামে সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার নীলনকশার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যুবদলের বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা বিএনপির কার্যালয় হতে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। উপজেলা যুবদলের নেতৃত্বে এতে ৬ টি ইউনিয়নের অন্তত ৩ হাজার নেতাকর্মী অংশ নেয়। এই অবস্থান কর্মসূচী ১৬ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গেছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন বলেন, ছাত্র-জনতা ও সকল রাজনৈতিক দলের আন্দোলনে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। বাংলাদেশ থেকে একটি শাসক বার বার পালিয়ে যায় সেই শাসকের নাম হাসিনা, কারন সে খুনি। রাঙ্গাবালীতে বিএনপির নানা সময়ের দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেয়নি আওয়ামী লীগের গুন্ডারা। তাই এই আগস্ট মাসে তাদের কোন শোকসভা অনুষ্ঠিত হতে পারে না। ১৫ আগস্ট শোক দিবসের নামে সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম করবে আওয়ামীলীগ। এটি প্রতিহত করতে রাজপথে ১৬ আগস্ট পর্যন্ত মাঠে থাকবে উপজেলা যুবদলের নেতা কর্মীরা।
এসময়ে আরও বক্তব্য রাখেন, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম, চরমোন্তাজ ইউনিয়ন যুবদল সভাপতি মোশারেফ দালাল, সাধারণ সম্পাদক রাসেদ খান রিপন প্রমূখ।
আরএস