অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট হয়ে আমন চাষ ব্যাহত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪, ০৫:৩২ পিএম
অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট হয়ে আমন চাষ ব্যাহত

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে ডুবে পঁচে গেছে সুবর্ণচরে আমন ধানের অধিকাংশ বীজতলা৷ শঙ্কা দেখা দিচ্ছে কৃষকদের মাঝে৷ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মন্তব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের৷ চলমান পরিস্থিতিতে খাদ্যশস্য উৎপাদনে নজর দেবার দাবি কৃষকদের৷

সরেজমিনে গিয়ে কথা হয় উপজেলার চরওয়াপদা ইউনিয়নের কৃষক রবিউল মিয়ার সাথে তিনি ৩ একর জমির জন্য আমন ধানের বীজতলা তৈরি করেন৷ টানা বৃষ্টিতে তার বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় আমন ধান চাষ সম্ভব নয় বলে জানান তিনি৷

একই এলাকার কৃষক আমির হোসেন জানান, তার সবগুলো বীজতলা নষ্ট হয়ে গেছে৷ ২ একর জমিতে তিনি প্রতিকেজি চারা বীজ ৮শত টাকায় ক্রয় করেছেন৷ এতে আমান চাষে কয়েকগুণ খরচের কথাও জানান তিনি৷

উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের কৃষক ইব্রাহিম খলিল জানিয়েছেন, তারা বিশেষত আমন ধান চাষ করে সংসার পরিচালিত করেন এবং তাদের এলাকায় প্রায় বীজতলা এখনো পানির নিচে৷ পঁচে গেছে সবগুলো চারা৷ এতে ব্যাহত হবে আমন চাষ৷ অনাবাদি পড়ে থাকবে অধিকাংশ জমি৷

সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ আমার সংবাদকে জানান, সুবর্ণচরে অধিকাংশ কৃষক আমন ধানের বীজতলা তৈরি করেন সমতল জমিতে, যার ফলে বৃষ্টিতে জলাবদ্ধতার স্বীকার হতে হয় কৃষকদের৷

তিনি আরও জানান গত ১ যুগেও এমন বৃষ্টি হয়নি সুবর্ণচরে৷ এবারের বৃষ্টিতে সুবর্ণচরের অধিকাংশ আবাদি জমি পানিতে ডুবে গেছে৷ তবে, নদী তীরবর্তী ও খাল পাড়ের জমি গুলোতে তেমন ক্ষতির স্বীকার হতে হয়নি৷

ইএইচ

AddThis Website Tools