কাশিয়ানীতে পুলিশি সেবা উন্নয়নে মতবিনিময়

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ০৬:৩৪ পিএম

থানা পুলিশের উদ্যোগের পুলিশি সেবার উন্নয়ন ও সেবার মানবৃদ্ধি এবং জনগণের দৌড়গড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা চত্বরে অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে শনিবার বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- মুকসুদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

ইন্সেপেক্টর তদন্ত মো. খোরশেদ আলমের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক শেখ সেলিম, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, ফুকরা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসতিয়াক আহমেদ পুটু, হাতিয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেব দুলাল, প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন আহমেদ, পারুলিয়া দাখিল মাদরাসার সুপার শরীফ মো. নজরুল ইসলাম, ব্যাবসায়ী মো. জাহিদুল ইসলাম ও মো. ফরহাদ হোসেন প্রমুখ।

ইএইচ