বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে ঢাকায় পুলিশের গুলিতে নিহত নীলফামারীর সৈয়দপুরের ছাত্র সাজ্জাদ হোসেনসহ নীলফামারী জেলার ৩ জন নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের ড্রিমপ্লাস হোটেলে আনুষ্ঠানিকভাবে ১ লাখ টাকা নিহত সাজ্জাদের বাবা আলমগীর হোসেনের হাতে তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা নায়েবে আমির ড. খায়রুল আনাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সেক্রেটারি মাজাহারুল ইসলাম, শহর আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুহিদ, প্রমুখ।
এর আগে নীলফামারী সদরের নিহত রুবেল ও কিশোরগঞ্জ উপজেলার নিহত নাঈমের বাড়িতে গিয়েও সহায়তার অর্থ পৌঁছে দেয়া হয়েছে। এছাড়াও জলঢাকা উপজেলার কাজিরহাট এলাকায় গিয়ে নীলফামারীর চৌরঙ্গী মোরে পুলিশের গুলিতে গুরুতর আহত ফটো সাংবাদিক রায়হানুল ইসলাম ও শিক্ষার্থী ইয়াসিন আলিকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ইএইচ