প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলৎকারের অভিযোগ: পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৮:১৩ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম কর্তৃক ছাত্রের সাথে নৈতিক কাজ (বলৎকার) করার অভিযোগ উঠেছে।

গত কয়েক মাস পূর্বে এ ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়ায় রোববার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষকের মদকপুস্ট কয়েকজন তাদের উপর হামলা চালায় ও মোটরসাইকেল ভাঙচুর করে।

এতে ক্ষিপ্ত হয়ে উঠে শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। পরে ওই স্কুলের শিক্ষার্থীরা এক দফা দাবিতে (প্রধান শিক্ষকের পদত্যাগ) প্রায় দশ কিলোমিটার রাস্তা হেঁটে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে  অবস্থা নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান করার ঘোষণা দেয়।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন বলেন, আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি কমিটি না থাকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে তদন্ত রিপোর্টে তাকে অপসারণের বিষয়ে আমি রিপোর্ট কর্তৃপক্ষ বরাবর পেশ করেছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবিব উপস্থিত না থাকায় তার মন্তব্য নেওয়া ও দাবির অগ্রগতি সম্পর্কে কিছু জানা যায়নি।

ইএইচ