চট্টগ্রামের অটোচালকরা ১০ দফা দাবি আদায়ে রাজপথে বিক্ষোভ করেছেন।সোমবার (১৯ আগস্ট) নগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন। তাদের দশ দফা দাবির মধ্যে অন্যতম পুলিশ হয়রানি ইঙ্গিত করে চাঁদাবাজি ও অহেতুক মামলা দিয়ে হয়রানি কথা বলেন।
এছাড়া শহরে গ্রামের অটোরিকশা ব্যাটারি রিকশা টাকার বিনিময়ে চালাতে সুযোগ করে দেন পুলিশ।এতে তাদের উপার্জনে আঘাত আসে বলে জানান।অটোরিকশারা মালিকরা ১০০০-১২০০ টাকা দিতে হয়।সারাদিন গাড়ির গ্যাস চা নাস্তাসহ ইত্যাদি খরচের ফলে নিজেদের বেতন পড়ে ৩-৪শ টাকা।এতে সংসার চালাতে পারছেনা বলে উল্লেখ করেন বিক্ষোভে।তারা আরো দাবি করেন, রাস্তায় ডকুমেন্ট ফিটনেসবিহীন লাইসেন্স ছাড়া ড্রাইভারের গাড়ি চালানো বন্ধ করতে হবে সর্বোচ্চ মামলার খরচ ৫শ থেকে ১ হাজার টাকার মধ্যে নির্ধারণ করতে হবে। মালিকদের সর্বোচ্চ ইনকাম (দৈনিক ভাড়া) ৫০০ থেকে ৬০০ টাকা করতে হবে। সিএনজি রাখার জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করে দিতে হবে। সহজ শর্তে ড্রাইভারদের লাইসেন্স দিতে হবে। অটো টেম্পোর সর্বোচ্চ ইনকাম ৭০০ থেকে ৮০০ টাকা করতে হবে।
পাহাড়তলী সিএনজি আটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মো. এরফান চৌধুরী বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশের সাথে কথা হয়েছে। তারা দাবি বাস্তবায়নের ব্যাপারে কিছুদিন সময় চেয়েছে। যদি এর মধ্য আমাদের দাবিগুলো পূরণ না হয় তাহলে কঠোর আন্দোলেনে যাবেন তারা।
আরএস