দিনাজপুরে আন্দোলনে নিহত দুই পরিবারকে অর্থ সহায়তা দিল জামায়াত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০২:৩২ পিএম

দিনাজপুরের হাকিমপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুনে পুড়ে নিহত শিক্ষার্থী সূর্য ও নাঈমের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন জেলা জামায়াত।

নিহত পরিবার দুটিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ।

সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামে নিহত সূর্যের নিজ বাড়িতে তার পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার আমির আনোয়ারুল ইসলাম।

জামায়াত নেতৃবৃন্দের উপস্থিতিতে সন্তান হারানোর বেদনায় কান্নায় ভেঙ্গে পড়েন নিহত সূর্যের মা। পরে নেতৃবৃন্দ তাকে শহীদ সন্তানের মা হিসেবে ধৈর্যধারণ করার অনুরোধ করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার নায়েবে আমির মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, হাকিমপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আমিনুল ইসলাম এবং দিনাজপুর জেলা শিবিরের সেক্রেটারি সাজেদুর রহমান সাজু প্রমুখ।

এর আগে ওইদিন বিকালে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের আগুনে পুড়ে নিহত আরেক শিক্ষার্থী নাঈমের কবর জিয়ারত ও তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াত নেতারা।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষে দেশব্যাপী আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে মানবিক সহযোগিতা প্রদান করা হচ্ছে জানিয়ে দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম বলেন, শত শত ছাত্র-জনতার শাহাদাতের কারণে আজ দেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তাদের ত্যাগ ও কুরবানির কারণে দেশের মানুষ ইতিহাসের নিকৃষ্টতম জুলুম থেকে রেহাই পেয়েছে। আমরা এই শহীদ পরিবারে পাশে আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ।

ইএইচ