গোপালগঞ্জে যুব ও ছাত্রদলের বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৪:৩৭ পিএম

হাজার-হাজার মানুষকে হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা স্বৈরাচারী হাসিনাসহ তার দানবীয় বাহিনীর বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা যুব দল।

আজ বুধবার (২১ আগষ্ট) দুপুরে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন
সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখনে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, সদস্য ডা. কে এম বাবর, এ্যাড. মো: তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারন সম্পাদক ফজলুল কবির দ্বারা, জেলা যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হীরা, সদস্য সচিব মাহামুদুল হাসান, জেলা ছাত্রদল সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইমরুল কায়েস, শ্রমিক দলের সদস্য সচিব মো: আব্দুল্লাহ শেখ। 

বক্তরা শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে সকল হত্যাকান্ড ও অপকর্মের শাস্তির দাবী জানান।

অপরদিকে এর আগে গত ১৫ বছরে নেতা কর্মী গুম-খুন-যখম, লগি বৈঠার তান্ডব, শাপলা চত্তরে আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা এবং সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুখানে শহীদদের স্মরণে শোক র‌্যালী বের করে জেলা ছাত্র দল।

বুধবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের বিসিক এলাকা থেকে শোক র‌্যালিটি বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

বিআরইউ