প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের নায়ক চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার কৃতি সন্তান শহীদ ইশমামুল হকের কবর জিয়ারত ও পরিবারের পাশে দাঁড়াতে কালক্ষেপণ করেননি জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। তিনি আসার খবরে জামায়াতের নেতাকর্মী বৃষ্টিতে ভিজে স্বাগতম জানান।বুধবার (২১ আগস্ট) চট্টগ্রামের লোহাগাড়ায় আসেন জামায়াতের আমীর।
এসময় আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান জনতার উদ্দেশ্যে বলেন,ছাত্র-জনতা বাংলাদেশের ১৮ কোটি মানুষকে জালিমের জুলুম থেকে মুক্ত করেছে।
এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন। তাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন। তাদের এই ত্যাগের বিনিময়ে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হোক। ইনসাফের ভিত্তিতে সমাজ-রাষ্ট্র পরিচালিত হোক।
এ সময় আরও উপস্থিত ছিলেন– জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম জোনের টিম মেম্বার অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বান্দরবান জেলা আমীর এস এম আব্দুস সালাম আজাদ, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, আমিরাবাদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, বড়হাতিয়ার সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জুনায়েদ, চুনতী মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হকসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিআরইউ