স্কুল বাঁচাও দুঃশাসন হটাও এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের অনিয়ম, দুর্নীতির অভিযোগে পদত্যাগসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে অত্র স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা । বুধবার ২১ আগস্ট সকালে উপজেলার শহীদ মিনার চত্বর থেকে মানববন্ধটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র ছাত্রীরা
পাঁচ দফা দাবির মধ্যে স্কুলে নিয়োগ বাণিজ্য বন্ধ , ছাত্র-ছাত্রীদের সাথে অশালীন আচরণ বন্ধ , প্রাক্তন ছাত্রছাত্রীদের সার্টিফিকেট সংগ্রহ ও সংশোধনের ব্যাপারে হেনস্তা ও হয়রানি বন্ধ , স্কুলে পরিচালনা পর্ষদের বিতর্কিত মাদকাসক্ত সদস্য এবং ব্যাপক অনিয়ম ও দুর্নীতি নিধনের দাবি জানান শিক্ষার্থীরা।
এর আগে,পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও অন্য আরেকজন মহিলা শিক্ষকের মধ্যে অত্র স্কুলের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের কর্মকাণ্ড অনিয়ম ও দুর্নীতি নিয়ে একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে শিক্ষার্থী ও অভিভাবক মহলে নিন্দার ঝড় উঠে। এতে অত্র স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের পদত্যাগসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দরা। পরে দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করেন তারা।
তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি । তিনি বার-বার কল কেটে দেন।
এ বিষয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে। আমরা স্মারক লিপি পেয়েছি। পরবর্তী আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
আরএস