রাঙ্গুনিয়ায় বন্যার পানিতে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৪:৪৮ পিএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে উপজেলার ৭টি ইউনিয়নের অন্তত বেশকিছু গ্রাম।

এর মধ্যে বন্ধুদের সাথে বন্যার পানি দেখতে গিয়ে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর নিহত তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড ফুলবাগিচা গাবতল এলাকায় নিখোঁজের ৭ ঘণ্টা পর রাত ১১টায় একই স্থান থেকে তার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। রনির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের জানান, নিহত মো. রনি একই এলাকার সিএনজি অটোরিক্সা চালক আবু বক্করের ছেলে। বৃহস্পতিবার বিকাল ২টার সময় রনি বাঁশের ভেলা তৈরি করে তিন বন্ধুসহ স্থানীয় বিলে নামে। একপর্যায়ে ভেলা নিয়ে বিল পাড়ি দিতে গিয়ে স্রোতে তিন বন্ধু কূলে উঠতে পারলেও রনি তলিয়ে যায়।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা মো. জাহেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত দু দফা উদ্ধার অভিযান চালায়। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা নিখোঁজের একই স্থান থেকে তার লাশ উদ্ধার করে।

ইএইচ