ভারতের আগ্রাসানের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৫:৩৯ পিএম

ভারতের আগ্রাসানের প্রতিবাদে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় সমন্বয়ক এবি যুবায়ের ও মোসাদ্দেক।  
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী কামরুল ইসলাম, আল আমিন, মনিরুল ইসলাম, আল আমিন সিয়াম প্রমুখ।

আন্দোলনকারীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীরা জানান, সম্প্রতি কোন রকম নোটিশ ছাড়াই ভারত সরকার কর্তৃক ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। ইতোমধ্যেই নোয়াখালী, ফেনী, সিলেট, চট্টগ্রামসহ ১২ জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ভারতের এমন আগ্রাসন মেনে নেয়ার মতো নয়। ভারত যদি তাদের নীতি থেকে সরে না আসে ভারতীয় পণ্য বয়কটসহ তাদের সেভেন সিস্টার্সকে শান্তিতে থাকতে না দেয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

ইএইচ