কুলাউড়ায় পুলিশের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০৫:১১ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ার মনু নদীর ভাঙনে টিলাগাও, হাজিপুর এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুলাউড়া পৌর এলাকার অধিকাংশ এলাকা উপজেলা চত্বর এলাকা, মহিলা কলেজ রোড, মাগুরা, বিহালা, সোনাপুর ও আহমদাবাদ নতুন করে প্লাবিত হয়েছে।

শহরের রাবেয়া স্কুল ও ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন।

আশ্রিতদের মানুষের তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। রান্নার অভাবে মানুষজন খেয়ে না খেয়ে জীবনযাপন করছেন।

ঠিক এ সময় কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে শহরের আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবার বিতরণ করা হয়।

সোমবার দুপুরে ও রোববার রাতে কুলাউড়া পৌর এলাকার রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা কলেজ কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপংকর তালুকদার, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ বৈষম্যবিরোধী ছাত্ররা ।

এক প্রতিক্রিয়ায় কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, বন্যাদুর্গতরা খুবই অসহায় অবস্থায় আছেন। তাদের রান্না করে খাবারের ব্যবস্থা নেই। তাই আমরা শুকনো খাবার না দিয়ে যদি রান্না করা খাবার দেই তাহলে দুর্গত মানুষজন উপকৃত হবেন।

ইএইচ