মাটিরাঙ্গায় তিন দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ১২:৩২ এএম

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা বাজারে দ্রব্যমূল্যের তালিকা না থাকা, দ্রব্যমূল্য বেশি রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশের জন্য তিন দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালের দিকে মাটিরাঙ্গা বাজারে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় দ্রব্যমূল্যে বেশি রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন দোকানিকে জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, বাজারে দ্রব্যমূল্যের তালিকা না থাকা, দ্রব্যমূল্য বেশি রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ৩৯ ও ৫২ ধারায় হালিম স্টোর, আবুলাল স্টোর, রাকিব স্টোরকে জরিমানা করা হয়েছে।

ইএইচ