সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারি চাকরি, তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সকল ক্ষেত্রে পাহাড়ের বাঙালিদের সাথে বৈষম্য দূর করে জনসংখ্যার অনুপাতে বণ্টন করার দাবি এবং পাহাড় নিয়ে রাষ্ট্র বিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটি শহরে ব্যাপক বিক্ষোভ করেছে শত শত ছাত্র-জনতা।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে রাঙামাটির পৌরসভা চত্বর থেকে কয়েক হাজার ছাত্র-জনতা রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী বিভিন্ন পোষ্টার-ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে।
মিছিলটি প্রধান সড়ক দিয়ে বনরূপা হয়ে রাজবাড়িস্থ জিমনেসিয়াম মাঠে গিয়ে মহাসমাবেশ মিলিত হয়।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই মহাসমাবেশে কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মো. আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক মো. হাবিব আজমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
প্রধান বক্তার বক্তব্য দেন- কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- অ্যাডভোকেট পারভেজ তালুকদার, শাব্বির আহম্মেদ, মোহাম্মদ সোলায়মান, রাসেল মাহমুদ, শহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, সুমন আহম্মেদ, আবু আইয়ুব আনসারী, সভাপতি গিয়াস উদ্দিন।
সমাবেশে সচেতন রাঙামাটিবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন মো. কামাল উদ্দিন, মো. নুরুজ্জামান, মো. নাছির উদ্দিন। আহ্বায়ক ছিলেন মো. কামাল উদ্দিন।
ইএইচ