দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত অসহায় মানুষদের উদ্ধার কার্যক্রমে সহযোগিতা এবং বন্যার্তদের মাঝে উপহার হিসেবে খাবার বিতরণের লক্ষ্যে লক্ষ্মীপুরে রায়পুরে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মিরপুর সরকারি বাঙলা কলেজের একদল শিক্ষার্থী।
গত কয়েকদিন যাবত রায়পুরের বন্যাকবলিত বিশেষ এলাকা চিহিৃত করে প্রান্তিক গ্রামে কোমর পানিতে নেমে উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তারা।
একাউন্টিং ডিপার্টমেন্ট ২০১৬-১৭ ব্যাচের নীরব আহমেদ বলেন, আমরা বাঙলা কলেজে অধ্যয়নরত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের থেকে সংগ্রহ করা অর্থে বন্যার্তদের সহযোগিতার জন্য ফান্ড গঠন করেছি। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি রায়পুরের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে।
একাউন্টিং ডিপার্টমেন্ট ২০১৯-২০ ব্যাচের শাহিন সৌরভ জানান, বন্যা কবলিত মানুষ এই সময়ে রান্না করে খাবার খাওয়া সম্ভব না। তাই আমরা শুকনো খাবার নিয়ে এসেছি। খাবারসামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, প্রয়োজনীয় ওষুধ, বিশুদ্ধ পানি। এছাড়া মোমবাতি, কয়েল এবং দিয়াশলাই।
ইএইচ