শোক ও শ্রদ্ধায় শহীদ সাংবাদিক মুকুলের মৃত্যুবার্ষিকী পালিত

যশোর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ০৫:১৩ পিএম

শোক ও শ্রদ্ধায় শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুলের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দিনটি উপলক্ষ্যে যশোরের সাংবাদিকরা নানা কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মধ্যে ছিল প্রতিবাদী কালোব্যাজ ধারণ, শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা ও দোয়া মাহফিল।

শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব যশোর থেকে সাংবাদিকরা শোক র‌্যালি করে শহরের চারখাম্বা মোড়ে হত্যার স্থলে পৌঁছায়। এরপর সাংবাদিকদের সংগঠনগুলো ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এরপর যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন, দৈনিক রানারসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এরপর প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় ও সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

আলোচনায় অংশ নেন বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজ্জাদ গনী খান রিমন, প্রেসক্লাব যশোরের কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক রানার-এর ভারপ্রাপ্ত সম্পাদক আর এম কবিরুল আলম দীপু।

এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, বর্তমান সহসভাপতি বিএম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান,বর্তমান যুগ্ম সম্পাদক গালিব হাসান পিন্টু, দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম, আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

ইএইচ