জামালপুরে তৌহিদি জনতা উদ্যোগে ভারতের বাঁধ ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ০৬:৩৮ পিএম

জামালপুরে সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে ভারতের বাঁধ কেন্দ্রিক অপরাজনীতির প্রতিবাদে জনসচেতনতার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা শেখের ভিটা বিজয় চত্বরে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশের আহ্বায়ক মাওলানা আলাউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ সদস্য সচিব মুফতি সাঈদুর রহমান, আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষা সচিব মুফতি আব্দুর রহমান, জজকোর্ট মসজিদের খতিব, মুফতি রবিউল ইসলাম, চন্দ্রা মসজিদের খতিব মুফতি তানভীর মাহতাব, খেজুর তলা মসজিদের ইমাম মুফতি জাকির হুসাইন।

সভাপতি মাওলানা আলাউদ্দীন বক্তব্যে ভারত সরকারকে অপরাজনীতি বন্ধের হুশিয়ারি দিয়ে বলেন- শেখ হাসিনা সরকারকে আশ্রয় দিয়েছেন, বাংলাদেশকে আশ্রয় দেননি। আপনি বাংলাদেশের বন্ধু না ফাঁরাকা বাঁধ ছেড়ে দিয়ে তা প্রমাণ করে দিয়েছেন, বাংলাদেশ কয়েকটি জেলা তলিয়ে দিয়েছেন। এ ধরনের নোংরা রাজনীতি ছেড়ে দিয়ে প্রতিবেশী দেশের মতো থাকুন।

ইএইচ