নাসিরনগরে সাবেক এমপি সৈয়দ একে একরামুজ্জামানের নামে মামলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০২:২১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামানসহ ১১৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

রোববার ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (নাসিরনগর) ১ম আমলি আদালতে নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান বাদী হয়ে এ মামলার আবেদন করেন।

মামলায় সাবেক দুই সাংসদ, সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, আটজন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া- (নাসিরনগর) সংসদীয় আসনের সদ্য সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, কৃষক লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক নাজির মিয়া, সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রোমা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজহারুল হক, ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, ফান্দাউক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান, পূর্বভাগ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, হরিপুর ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া, চাতলপাড় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আলী ভুঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আঁখি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম পাল প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, আদালত মামলাটি আমলে নিয়েছে। মামলাটি নথিভুক্ত করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেছেন।

ইএইচ