বরগুনায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিল, প্রতিবাদ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৪:২২ পিএম

কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল জনবল নিয়োগ ক্রাফট ইন্সট্রাক্টরদের করা অবৈধ মামলায় তৈরি কৃত্রিম শিক্ষক সংকট ও ২০২১ সালে বেআইনিভাবে নিয়োগবিধি পরিবর্তন করে রাতের আঁধারে ‍‍`ক্রাফট ইন্সট্রাক্টর‍‍` পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে শান্তিপূর্ণ মিছিল, প্রতিবাদ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১টায় বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

পরে ১১ দফা দাবি তুলে স্মারকলিপি প্রদান করেন অধ্যক্ষের কাছে।

দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদার।

ইএইচ