কালিয়াকৈরে বিট অফিসে ভূমিদস্যুদের হামলায় আহত ৫

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৩:৫২ পিএম

গাজীপুরে কালিয়াকৈরে বন বিভাগের বিট কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়েছে ভূমিদস্যুরা। হামলায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর জেলার মাওনা- কালিয়াকৈরে আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা রেঞ্জের জাথালিয়া বিট কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জাথালিয়া বিট কর্মকর্তা মাসুম উদ্দিন, প্রহরী, মোজাম্মেল হোসেন, এনামুল হকসহ কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা আমিনুল ইসলাম।

চন্দ্রা বিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আমরা খবর পেয়েছি পার্শ্ববর্তী বিটে হামলা হয়েছে। তরে সেখানে আমরা লোকজনসহ গিয়ে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। মূলত তারা একটি স্থাপনা উচ্ছেদ করতে গিয়েছিল। উচ্ছেদ শেষে অফিসে আসলে তাদের উপর ভূমিদস্যুরা হামলা চালায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

ইএইচ