হবিগঞ্জে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৪:১৬ পিএম

হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টায় নবাগত পুলিশ সুপার মো. রেজাউল হক খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম (ক্রাইম এন্ড অপস),  অতিরিক্ত পুলিশ সুপার মো. শাসসুল হক (প্রশাসনও অর্থ)।  

এ সময় পুলিশ সুপার মো. রেজাউল হক খান, সাংবাদিক নেতৃবৃন্দের নিকট থেকে হবিগঞ্জের আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে জানতে চান।

সাংবাদিক নেতৃবৃন্দরা এ সময় সুপারকে বিভিন্ন বিষয়ে অবগত ও পরামর্শ দেন।

পরে পুলিশ সুপার মো. রেজাউল হক খান তার বক্তব্যে প্রথমেই বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবে সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা রফিক, মো. ফজলুর রহমান, মো. নাহিজ, সোয়েব চৌধুরী, মোহাম্মদ ফরিয়াদ, শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, এখলাছুর রহমান খোকন, পাবেল খান চৌধুরী, সাংবাদিক, মীর মো. আব্দুল কাদির, মো. নুর উদ্দিন, শ্রীকান্ত গোপ, জাকারিয়া চৌধুরী, শরীফ চৌধুরী, ইলিয়াস আলী মাসুক, আব্দুল রউফ সেলিম, সাইফর রহমান তারেক, জাহাঙ্গীর আলম, কাজল সরকার, রুবেল আহমেদ, সাদেকুর রহমান, এখলাছ আহমেদ প্রিয়, হামীর হামজা, রহিম আহমেদ, নিরঞ্জন গো স্বামী,শাওন খান প্রমুখ।

ইএইচ