মির্জাপুরে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৬:২৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই আন্ডারপাস এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় শফিকুল (৪১), রাশেদ (৩০), কালাম (৩০) ও রবিন শেখ (৩০) নামের চারজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। 
স্থানীয় এক দোকানদার বলেন, ৫ তারিখের পর থেকে কেউ চাঁদা নেয় না। তবে এখানকার নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা নিজেরা ৩০ টাকা করে চাঁদা দিয়ে থাকি। মূলত এই টাকা উত্তোলনকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ