দেবহাটার পারুলিয়া আহছানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল কবীরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঘণ্টাব্যাপী সাতক্ষীরার কালিগঞ্জ মহাসড়কে মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
শিক্ষর্থীরা বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন সহকারী শিক্ষক এনামুল কবীর ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেছেন।
তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাইয়ের ছেলে পরিচয়ে প্রতিষ্ঠানে ক্ষমতার প্রভাব দেখান। শিক্ষক নিয়োগের নামে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের থেকে জোরপূর্বক টাকা আদায় করতেন। টাকা না দিতে পারলে প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দেওয়া হত। খণ্ডকালীন শিক্ষকদের বেতন নিয়ে মাসের পর মাস তাদের হয়রানি করতেন বলে জানা যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক এনামুল মাদ্রাসায় বসে মাদক সেবন করতেন। প্রতিবাদ করায় এক শিক্ষককে ইয়াবা দিয়ে পুলিশি হয়রানি করান। মাদ্রাসা থেকে সরকারি বই বিক্রি, বিভিন্ন উৎস থেকে আসা অর্থ আত্মসাৎ, ঘুস, চাঁদাবাজি, শিক্ষক ও ছাত্রদের সাথে অশালীন আচরণ কোন কিছুতে থেমে ছিলেন না।
৫ আগস্টের পর থেকে প্রতিষ্ঠানে আসছেন না গণিতের শিক্ষক এনামুল। বিগত সময়ে মাদ্রাসায় এসে স্বাক্ষর করেই চলে যেতেন। ৫ বছর তিনি গণিত ক্লাস না নেওয়ায় ফলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছেন বলেও দাবি তোলা হয়। প্রতিষ্ঠানের চেক বই, রেজুলেশন খাতা সহ বিভিন্ন কাগজপত্র তার বাড়িতে রেখেছেন।
অবিলম্বে এনামুল কবীরের পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করলে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন মোল্যা ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সকল দাবি লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিস বরাবর প্রদানের পরামর্শ প্রদান করেন।
বিআরইউ