বরিশালে বিএনপি নেত্রীর বিরুদ্ধে দখলের অভিযোগ

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৩:৫০ পিএম

বরিশাল বিএনপি নেত্রী মারিয়া ইসলাম মুন্নীর বিরুদ্ধে ভবনসহ এক পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত মুন্নী নগরীর ১৬ নম্বর ওয়ার্ড ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা।

এ ঘটনার প্রতিকার চেয়ে পুলিশ কমিশনার ও কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার লিখিত অভিযোগ ও বাড়িসহ সম্পত্তির ওয়ারিশ ঢাকার ব্যবসায়ী এবিএম সালাউদ্দীন খান জানান, কর্মের সুবাদে তিনি দীর্ঘদিন ঢাকায় বসবাস করছেন। ব্রাউন কম্পাউন্ড এলাকায় তিন শতক জমির ওপর তাদের দ্বিতীয় তলার একটি বাড়ি রয়েছে। তার বাবা ফজলে আলী খান ও মা হাসিয়ারা বেগমের মৃত্যুর পর ভাই মহিউদ্দিন খান ও বোন সাদিয়া আক্তার ডালিয়া ওয়ারিশ সূত্রে প্রাপ্ত তাদের সম্পত্তি থেকে একশতক জমিসহ দ্বিতল ভবনের নিচতলা একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী মারিয়া ইসলাম মুন্নির কাছে বিক্রি করেন।

কিন্তু বিএনপি নেত্রী মুন্নী তার ননদ প্রভাব বিস্তার করে জোরপূর্বক পুরো সম্পত্তিসহ ভবন দখল করে নিয়েছে।

সালাউদ্দীন খান আরও জানান, খবর পেয়ে ঢাকা থেকে বরিশালে এসে বাসায় গেলে মুন্নী তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করে তাড়িয়ে দিয়েছেন। তাই নিরুপায় হয়ে তিনি (সালাউদ্দীন) দখলদার বিএনপি নেত্রী মারিয়া ইসলাম মুন্নীর হাত থেকে জমিসহ ভবন উদ্ধারের জন্য মহানগর পুলিশ কমিশনার ও কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দখলের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বিএনপি নেত্রী মারিয়া ইসলাম মুন্নী বলেন, আমি কারো সম্পত্তি জোরপূর্বক দখল করিনি। আমি ওই ভবনের নিচতলাসহ এক শতক সম্পত্তি ক্রয় করেছি।

ভবনের অন্য তলা দখলের বিষয়ে তিনি বলেন, দখলের কোন প্রশ্নই আসে না। আমি ছাদের একটি অংশ ক্রয় করে সেখানে নির্মাণ কাজ শুরু করেছি।

ইএইচ