জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৫:৩৪ পিএম
জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

জাতীয় সংগীত পরিবর্তন করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংস্কৃতিক কর্মীরা।

শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে উদীচী ও সমমনা সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

এ কমসূচিতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে উদীচিসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, উপদেষ্টা স্বপন বাগচী, গণশিল্পী সংস্থার সভাপতি আব্দুস সালাম, সাংস্কৃতিক কর্মী তারিকুল ইসলাম পলাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সমন্বয়ক নুসরাত জাহান সাথীসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা, দেশের জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পরে এর প্রতিবাদে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

ইএইচ

AddThis Website Tools