মদনে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মদন (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৫:১৫ পিএম

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী মাদরাসার ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বকুল মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার বকুল উপজেলার পাঁচ আলমশ্রী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

রোববার বেলা সোয়া ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

এর আগে, গত শনিবার দিনগত রাত ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার দামিয়া ইউনিয়নের চকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বকুল মিয়াকে আটক করে র‌্যাব।

ইএইচ