মাদারীপুরে আশার উদ্যোগে ফ্রি ফিজিওথেরাপি প্রদান

মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৫:৫৩ পিএম
মাদারীপুরে আশার উদ্যোগে ফ্রি ফিজিওথেরাপি প্রদান

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে মাদারীপুরের চরমুগরিয়া আশার উদ্যোগে বিভিন্ন রোগীকে ফ্রি ফিজিওথেরাপি প্রদান করা হয়েছে।

রোববার সকালে দিনব্যাপী চরমুগরিয়া আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে এ সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা, ফিজিওথেরাপি সচেতনতা সভা ও ফিজিওথেরাপি সহায়ক ডিভাইস রোগীদের মাঝে বিনামূল্য বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চরমুগরিয়া জামে মসজিদের ইমাম মো. আবুল হাসান, সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার রাজ্জাক আহমেদ সৌরভ, সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট নিরুপম চন্দ্র মন্ডল ও আশার চরমুগরিয়া শাখার ম্যানেজার মো. হুমায়ুন কবির প্রমুখ।

উল্লেখ্য, বেসরকারি প্রতিষ্ঠান সমূহের মধ্যে আশা নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন যাবত অন্যান্য চিকিৎসা প্রদানের পাশাপাশি ফিজিওথেরাপি সেবা স্বল্পমূল্যে প্রদান করে আসছে।

ইএইচ

AddThis Website Tools