শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত এবং আহত হয়েছে ২০ জন। এ সময় কমপক্ষে ৫ টি দোকান লুটপাট হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান মিজান-(৩৫) পেশায় সে একজন ট্রলি চালক। সে গৌরীপুর এলাকার মৃত মৌলভী আজাহার আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী, আমার সংবাদ কে জানান, গৌরীপুর মহল্লার এবং খোয়াড় পাড় এলাকার শাপলা চত্বরে দুই দল কিশোরের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় রাত সাড়ে ১০টার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়, এ সময় দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পালটা ধাওয়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় গৌরীপুর মহল্লার ট্রলি চালক মিজানকে খোয়ারারপাড় (শাপলা চত্বর) এলাকার লোকজন মিজানকে পিটিয়ে গুরুতর আহত করে, পরে খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুই দল তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় সেনাবাহিনী এবং পুলিশ ওই এলাকায় টহল দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের ঘটনায় এলাকা উত্তেজনা বিরাজ করছে।
বিআরইউ