কিশোরগঞ্জের উলামায়ে কেরাম ও তাওহিদি জনতার পক্ষ থেকে সদ্য কারামুক্ত মজলুম চার আলেমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে তরুণ আলেম প্রজন্মের সহযোগিতায় উলামায়ে কেরাম ও তাওহিদি জনতার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তারুণ্যের প্লাটফর্ম আক্বাবাহ।
এতে জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হিফজুর রহমানের সভাপতিত্বে জেলার শীর্ষস্থানীয় আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সদ্য কারামুক্ত চারজন মজলুম আলেম-শায়খ মুফতি জসিম উদ্দিন রহমানী, শায়খ মুফতি হারুন ইজহার চৌধুরী, মুফতি মাহমুদুল হাসান গুনবি, মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে সংবর্ধনা দেওয়া হয়।
বিআরইউ