টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খানের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করে বিশেষ সতর্ক বার্তা দিয়েছে জেলা বিএনপি।
শনিবার টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে এ সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির সকল স্তরের নেতা ও কর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফিরোজ হায়দার খান বিগত ৬ বছর পূর্বে দলের প্রাথমিক পদ হতে পদত্যাগ করে শেখ হাসিনা সরকারের অধীনে পরপর দুই বার উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে অবৈধ নির্বাচনকে বৈধতা প্রদান করত। আওয়ামী লীগের সক্রিয় দোসর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং গোড়াই শিল্পাঞ্চালসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, জবরদখল, হামলা-মামলার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।
এমতাস্থায় ফিরোজ হায়দার খান দলের কেউ নন। সেহেতু মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির কোন নেতা-কর্মী ও সমর্থক তার সঙ্গে কোন প্রকার সংশ্লিষ্টতা পরিহার করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বিশেষ সতর্কতামূলক বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
ইএইচ