বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওমরের বাড়িতে চট্টগ্রামের ডিসি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৯:১৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বোয়ালখালীর মো. ওমরের পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

শনিবার সকালে তিনি বোয়ালখালী উপজেলার আকুবদন্ডী আকুবদন্ডী ২ নম্বর ওয়ার্ড হাজী দেলোয়ার হোসেন সওদাগর বাড়িতে যান।

তিনি ওমরের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। ওমরের মা-বাবাকে সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা, বোয়ালখালী থানার ওসি খায়রুল ইসলাম, জামায়াত নেতা মো. নাজিম উদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিজাউর রহমান ও সমন্বয়ক সাদিক আরমান প্রমুখ।

ইএইচ