বড়লেখার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা বিলকিস পারভীন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০২:৪০ পিএম

বড়লেখা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বিলকিস পারভীন।

বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জুবায়ের আলম গত ১৭ সেপ্টেম্বর সাক্ষরিত বিলকিস পারভীনকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার স্বীকৃতি প্রদান করেন।

স্বীকৃতি পত্রে বলা হয়, তিনি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। বিলকিস পারভীন দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষিকা হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছেন। 

বর্তমানে কর্মরত বিদ্যালয়ে অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অপর দিকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষানুরাগী।

বিআরইউ