ঝালকাঠিতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৪:৩১ পিএম

ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলার প্রাথমিক সহকারী শিক্ষকদের ব্যানারে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান। অথচ বেতন গ্রেড ১৩তম।

অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক ও পুলিশের উপপরিদর্শকরা (এসআই) দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাশে নিয়োগপ্রাপ্ত নার্স ও কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসারও বেতন পাচ্ছেন দশম গ্রেডে।

এছাড়া বক্তারা আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক পাশে বেতন পাচ্ছে দশম ও নবম গ্রেডে। অথচ সমযোগ্যতা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্য নিরসনে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, ঝালকাঠি পিটিআইতে প্রশিক্ষণরত সহকারী শিক্ষক শিশির দাস, আলী আকবর, সিফাত আহম্মেদ সারা, মরিয়ম খানম, প্রতীক মজুমদার সহ আরো অনেকে।

ইএইচ