কুড়িগ্রামে অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৭:৪৩ পিএম

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া  কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

বুধবার সকাল ১০টায় কুড়িগ্রাম কালেক্টরে স্কুল এন্ড কলেজ মাঠে কাবাডি এবং অনূর্ধ্ব-১৫ বালক বালিকাদের দাবা প্রতিযোগিতা হলরুমে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।  

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন- কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. ফিরুজুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান।

প্রতিযোগিতায় সদর উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের  ৭৫ জন ছেলে-মেয়ে  অংশগ্রহণ করেন।

ইএইচ