নোয়াখালীতে কৃষক-কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ১২:২৫ পিএম

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট নোয়াখালীর আয়োজনে নোয়াখালী জেলায় বন্যা পরবর্তী আমন ধানের চাষাবাদ, পরিচর্যা, বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক ও কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার ( ২০ সেপ্টেম্বর)  সকালে বিনা‍‍’র নোয়াখালী প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা‍‍`র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ ।

বিনা‍‍`র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা‍‍’র পরিচালক  (গবেষণা) ড. মো. ইকরাম-উল-হক, বিনা‍‍`র পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মো. মঞ্জুরুল আলম মন্ডল, অতিরিক্ত উপ-পরিচালক ( উদ্ভিদ সংরক্ষণ) মো. নুরুল ইসলাম এবং সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচরের সহযোগিতায় এসময় সুবর্ণচরের শতাধিক কৃষক-কৃষাণীদের আমন ধানের চাষাবাদ, পরিচর্যা, বীজ উৎপাদন ও সংরক্ষণ এবং সবজি উৎপাদনসহ আগাম বোরো ধান ও সরিষা চাষের বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রধান করেন কর্মকর্তারা।

বিআরইউ