তিস্তা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৫:৪৮ পিএম
তিস্তা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে তিস্তা নদী থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে ওই অজ্ঞাত নারীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, তিস্তার উজান থেকে ভেসে আসা নারীর আনুমানিক বয়স ২০ থেকে ৩০ বছর। কালো রঙের জামা ও পায়জামা পরিহিত নারীর হাতে মেহেদি ও গলায় সিলভার রঙের একটি মালা রয়েছে।

ওই নারীর পরিচয় জানলে তা পুলিশকে জানানোর অনুরোধ করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন-নবী।

ইএইচ

AddThis Website Tools