ফেনীতে ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজি ও লুটপাটসহ নানা অভিযোগে দুই যুবদলকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার সোনাগাজী উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এরা হলেন- স্থানীয় উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মো. সাইদুর রহমান ও মো. সেলিম প্রকাশ কুত্তা সেলিম।
জানা যায়,তারা দু`জনই সোনাগাজী উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।তাদের বিরুদ্ধে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ উঠে।
এঘটনায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের আটক করেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃতরা কমিটিতে ছিল কিনা আমি নিশ্চিত না। তবে তারা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন প্রবীরের সঙ্গে থাকতেন।
সোনাগাজী মডেল থানা নবাগত ওসি মো. কামরুজ্জামান বলেন, যৌথ বাহিনীর অভিযানে আটককৃতদের মধ্যে সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। এ ছাড়া মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিআরইউ