ডেঙ্গু রোগীর চাপ বেড়েই চলেছে ময়মনসিংহ মেডিকেলে

ময়মনসিংহ প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৫:২০ পিএম

ময়মনসিংহ জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। শুধু সেপ্টেম্বরেই আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন দেড় শতাধিক রোগী। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের।

জুলাই আগস্টের বর্ষণে ময়মনসিংহ মেডিকেলে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে রোগী ভর্তি ছিল ৯৭ জন, আগস্টে ৯৬ আর সেপ্টেম্বরের ২৫ তারিখ পর্যন্ত রোগী ভর্তি হয়েছে ১৫১ জন। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর ময়মনসিংহ মেডিকেলে জানুয়ারিতে ভর্তি হন ৯ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, মার্চে ৩ জন, এপ্রিলে ১৫ জন, মে মাসে ৭ জন, জুনে ১৪ জন, জুলাই মাসে ৪৬ জন, আগস্ট মাসে ৯৬ জন ও সেপ্টেম্বর মাসের ২১ তারিখ পর্যন্ত ১৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা জানান ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তারা।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন ৮ জন, আজ মোট ভর্তি আছেন ১৩ জন, এর মধ্যে পুরুষ ১২ জন ও শিশু ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ১ জন। ডেঙ্গু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নার্স প্রধান জানান, প্রতিদিনই কম বেশী ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। নিয়মিত সেবা দিচ্ছেন তারা।

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ডেঙ্গু ইউনিট চালু করা হয়েছে জানান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস।

এ বছর ৩১ আগস্ট ১ জন সহ আগস্ট মাসেই ময়মনসিংহ মেডিকেলে ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বিআরইউ