জমি নিয়ে বিরোধে হামলা: বিএনপিপন্থি প্রকৌশল নেতাসহ আহত ৫

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৭:০৯ পিএম

ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫ জন আহত হন। এ ঘটনায় বুধবার থানায় লিখিত অভিযোগ করেছে আহতরা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষে ৫ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় ইঞ্জিনিয়ার এমদাদুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক।

আহত বাকি ৪ জন হলেন- এমরান, আব্দুল হাই, আখতারুজ্জামান ও তাদের বোন খোদেজা রানী। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ নগরীর ১৯ নং ওয়ার্ডের এলাকায় ইঞ্জিনিয়ার এমদাদুল হকের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের বিরোধ চলছিল। বুধবার সকালে এমদাদুল তার জমি মাপার জন্য সার্ভেয়ারসহ কাগজপত্র নিয়ে জমিতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এমদাদুল বলেন, এটি আমাদের পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের জমিটি মাপতে দিচ্ছিল না। আজকে সবাইকে জানিয়ে আমরা জমি মাপতে যাই। এ সময় ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে রতন, রিপন, মান্নান, রাসেল ও টিটু অন্যতম।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের মোবাইলে বারবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বলেন, এ ঘটনায় আখতারুজ্জামান থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ