চাঁদপুরের পুলিশ সুপার

প্রতিটি পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৮:৪১ পিএম

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম বলেছেন, জেলার প্রতিটি দুর্গাপূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ব্যবস্থা করা হবে নিশ্ছিদ্র নিরাপত্তা। জেলার ২২০টি দুর্গাপূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে পূজা উদযাপন করতে পারে সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইতিমধ্যে আমরা জেলার প্রতিটি উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। স্ব স্ব থানার অফিসার ইনচার্জরা অফিসারদের নিয়ে মন্দিরগুলো পরিদর্শন করে টহলের ব্যবস্থা করেছে। পূজা শুরুর পূর্বেই প্রতিটি মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না।

বুধবার বিকাল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) সুদীপ্ত রায়ের পরিচালনায় বক্তব্য দেন- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি পরের চন্দ্র মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, জেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, সদর উপজেলা পূজা উদযাডন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, হাজীগঞ্জের পক্ষে সুজন দাস, হাইমচর সভাপতি বিবেক লাল মজুমদার, শাহরাস্তির সভাপতি নিখিল বন্ধু অধিকারী, মতলব দক্ষিণের সাধারণ সম্পাদক চন্দন সাহা, ফরিদগঞ্জের আহ্বায়ক লিটন চন্দ্র দাস, কচুয়ার সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, চাঁদপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, জেলা পূজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদিকা শিপ্রা মজুমদারসহ নেতৃবৃন্দ।

এছাড়াও স্ব স্ব থানার অফিসার ইনচার্জরা বক্তব্য রাখেন। এদিকে চাঁদপুর জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইএইচ