দুর্গাপূজা উপলক্ষ্যে গুরুদাসপুরে প্রস্তুতি সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৪:৩৮ পিএম

নাটোরের গুরুদাসপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সারওয়ার, পল্লী বিদ্যুতের ডিজিএম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আলমগীর হোসেন, গুরুদাসপুর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রতন চন্দ্র সাহা এবং উপজেলা কৃষি অফিসার হারুনর রশিদ।

সভায় গুরুদাসপুর পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ, সাধারণ সম্পাদক অসীম পালসহ ২৮টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণ সভায় অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভা শেষে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ইএইচ