জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, গত ৫ আগস্ট থেকে কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন। যে কারণে ইউনিয়নের বাসিন্দারা সেবাবঞ্চিত হচ্ছে। তাই নাগরিকদের সেবা দিতে প্যানেল চেয়ারম্যান গঠনের দাবি জানিয়েছেন ইউপি সদস্যরা।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের কাছে ৯ জন সদস্য আনিসুর রহমানকে সমর্থন দিয়ে প্যানেল চেয়ারম্যান গঠনের দাবি জানিয়ে লিখিত আবেদন করেন।
লিখিত আবেদনে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রতীকে নির্বাচিত ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল ওইদিন থেকে অদ্যাবধি পর্যন্ত পরিষদে অনুপস্থিত রয়েছেন। যে কারণে থমকে গেছে সব কাজ। বিপাকে পড়েছেন জন্ম ও মৃত্যু সনদ, এনআইডি সংশোধনসহ বিভিন্ন সামাজিক কাজে আসা হাজারও মানুষ।
ইউপি সদস্য আজাফ্ফ হোসেন রাজা বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হত্যা মামলা রয়েছে। সে কারণে ভয়ে পরিষদে আসে না। জনগণও তাকে প্রত্যাখান করেছে।
সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান জানান, প্যানেল চেয়ারম্যানের দাবিতে ইউপি সদস্যরা লিখিত দিয়েছেন। বিষয়টি অতিদ্রুত ব্যবস্থা করে ইউনিয়নবাসীকে দুর্ভোগ লাঘবে করার জন্য জোর দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, একটি লিখিত পেয়েছি, দ্রুতই ব্যবস্থা করা হবে।
বিআরইউ